"বৈশাখ" পড়ন্ত বেলার -
সূর্যের কিরণের দহন।
আচমকা আকাশের বুকে;
ঘন কালো মেঘের আবির্ভাব।
কিছু পরেই বর্ষিত বারিধারা।
প্রকৃতির ন্যায় -
মানব অনুভূতি ভালবাসায়;
অভিমান, রাগ, বিরহ, বিচ্ছেদ -
ঘন কালো মেঘ স্বরূপ।
.......
"যাবো চলে" বলেও হাজার বার -
কখনো পারিনা আর পারবো যেতে চলে।
কেমন করে যাবো চলে -
এক সুতোয় বাধা যে প্রাণ।
আমাদের ভালবাসায় -
অসংখ্য বার হয়েছে উচ্চারিত;
তোমার সাথে ব্রেকআপ, যাচ্ছি চলে-
তোমারি জীবন থেকে।
ঝগড়ার মুহূর্তে অশ্রুধারা।
যদি বুঝতে বিন্দুমাত্র হলে তুমি অসুস্থ;
ভেতরটা হয় যে রক্তাক্ত তাইতো -
বাহিরে করি হাজারো ঝগড়া, রাগ।
"যাবো চলে" বলেও -
পারিনা আর পারবো না যেতে চলে;
ভালোই করে জানো তুমি -
কারণ একটাই "ভালবাসি তোমায় সীমাহীন"