প্রভাত এলেও কেটে সকল আঁধার দূর-
বৃষ্টিস্নাত প্রভাত বেলা;
মন করলেও বিষাদ-অসহায় তব নির্মম।
আঁখি মেলে ধীরে ধীরে হলেও বড়-
সুখের মাঝে দুঃখ; অসহায় তব নির্মম।
নিশ্বাস নিয়ে থাকলেও বেঁচে-
হৃদস্পন্দন থেমে গিয়ে জীবনের অবসান;
অসহায় তব নির্মম!
মা-বাবা দেখায় ধরিত্রীর আলো।
স্নেহ দিয়ে করেন সন্তানকে লালন।
সেবা দিয়ে রাখেন সন্তানকে সুস্থ।
জীবনের আরেক অংশে-
সবটুকু চেষ্টা দিয়ে সুস্থ রাখার প্রয়াস;
সেবাই যাঁদের জীবনের লক্ষ্য "চিকিত্সক"
সৃষ্টিকর্তা না চাইলে স্বয়ং-
তাঁর সৃষ্টি দেখে না পৃথিবীর আলো তবে;
চিকিত্সক সেবা দিয়ে রাখেন বাঁচিয়ে মানবকে।
হাসপাতালে আসে যখন রোগী-
পরীক্ষা করে রোগীর হৃদস্পন্দন;
আসে সেই নির্মম আর যন্ত্রণার মুহূর্ত-
রোগীর পরিবারকে জানাতে হয়;
"সে আর নেই পৃথিবীতে"।
অসহায় তব নির্মম!
জীবনের সবথেকে হৃদয়বিদারক তবু-
নির্মম সত্যিটা এক চিকিত্সকেই;
জানাতে হয় রোগীর পরিবারকে!