ছায়াতলে থেকে মায়ের-
সন্তান এক নির্দিষ্ট বয়সে, শারীরিকভাবে;
আপন চেতনায় প্রতিটিদিন কাটায় জীবনের পথচলা।
সৃষ্টি হয় আপন এক অনুভূতির জগৎ।
অনুভূতির ভুবনে কাউকে লাগে ভাল অজান্তে।
নিজেকেই যে নিতে হয় কিছু কিছু সিদ্ধান্ত;
মা বাবাকে যাবেনা দেয়া মানসিকচিন্তা!
প্রাপ্তবয়স্ক এক মানবের অনুভূতির-
এক অংশ মা বাবা, ভাই বোন আরেক অংশ;
ভাললাগার সেই মানুষটি!
হোক ইউটিউব ভিডিও কিংবা প্রিয় মানুষটির মুখে;
বাছাইকরন জীবনে-
দুজনের মধ্যে কাকে নেবে বেছে;
প্রিয়তমা নাকি মা-বাবা।
এ কি রকম দ্বিধান্ত বাছাইকরন!
দুজনের জায়গা আলাদা আলাদা জীবনে।
কারোর সাথে কারোর হয়না তুলনা!
আবার কিছু সময় বাছাইকরন;
টাকা নাকি প্রিয়তমা!
জীবনধারায় টাকা আর অনুভূতিতে প্রিয়তমা।
এমন দ্বিধান্ত বাছাইকরন ভিডিও-
কিংবা প্রশ্নের উওর হোক বন্ধ।
অনুভূতির অবিচ্ছেদ্য মা, বাবা আর প্রিয়তমা।
জীবনধারার অবিচ্ছেদ্য টাকা।
কারোর সাথে করোনা কারোর তুলনা!