প্রশ্ন!
শুনলেই মনে জাগে কম্পন,
ভিড় করে অজানা ভয় -
আছে তো জানা প্রশ্নের উত্তর।
অথচ....
প্রশ্ন মানেই -
জীবন।
প্রশ্ন মানেই-
শিক্ষা।
প্রশ্ন মানেই -
অনুভূতি আর অস্তিত্ব।
........
তরুণ প্রজন্ম;
ধরবে দেশের হাল।
তরুণ প্রজন্ম;
নিয়ে যাবে দেশকে এগিয়ে উন্নতির চূড়ায়।
হে! তরুণ প্রজন্ম!
তোমরা কি জানো ভাষা আন্দোলন!
তোমরা কি জানো বই মেলা!
তোমরা কি জানো জাতীয় সংগীত!
তোমরা কি জানো মুক্তিযুদ্ধ!
তোমরা কি জানো পহেলা বৈশাখ!
তোমরা কি রবীন্দ্রনাথ, নজরুল কে চেনো।
তোমরা কি বাংলা সাহিত্য চেনো!
তোমরা কি বাংলা বেতার,
রবীন্দ্রসঙ্গীত,কবিতা,গান শুনতে ভালবাসো!
রেখে গেলাম প্রশ্ন তোমাদের কাছে।
হে! তরুণ প্রজন্ম!