জীবন গতিময় -
সময়ের বয়ে যাবার তালে তালে।
ক্ষনিকের মুহূর্তে-
জীবনের সাথে সাথে থমকে যায় সময়।
আসে যখন প্রিয় মানুষটির মৃত্যু-
সময় থমকে যায় আমাদের অস্তিত্বে।
বাস্তব সময় তো যায় বয়ে-
পিছুটান বিহীন একাকী।
বছর প্রতি যাবে খারাপ আর ভালো মিলিয়ে।
গিয়েছে কেটে ২০২২!
হারিয়ে গেছে পৃথিবী থেকে -
অনেক কাছের, আপনজন।
......
আসছে ২০২৩!
নতুন প্রত্যয়ে হোক পথ চলা।
জীবনে আসবেই বাধা তবু-
যাবেনা ভেঙ্গে পড়া।
দুঃখকে হাসিতে করে পরিণত -
রাখতে হবে ভালো আসছে বছর ২০২৩!
শুভ হোক সবার ২০২৩!