মুক্তি -
খাঁচার ভেতর ছটফট করা;
ছোট্ট প্রাণটির আত্মতৃপ্তি, প্রাপ্তির নিশ্বাস!
মানব প্রাণ -
মুক্তি নয় বন্ধনে নিজেকে বারে বারে করে আবদ্ধ।
সেই মানব প্রাণ -
মুক্তি চায় তখনই অনুভূতি থেকে;
প্রিয় মানুষটির সাথে যখন হচ্ছে না মনের মিল।
জীবন পথে চলতে চলতে -
মানব প্রাণ;
মুক্তি পায় আত্মা বের হয়ে চিরতরে -
দেহ করে ত্যাগ।
......
ভালবাসলেই সব ভালবাসা পায়না পূর্ণতা।
আমারি ভালবাসার মানুষটি -
হয়তো সুখে আছে তাঁর প্রিয় মানুষটিকে নিয়ে।
হোক না নিজেকে সুখি করা তাঁর সুখে।
এই জন্মে দূর থেকে হোক না ভালবেসে যাওয়া।
না পাবার যন্ত্রণায় কেন -
প্রতিহিংসায় মত্ত হয়ে তাঁর সুখের সংসারে;
ভাঙ্গনের কালোছায়া ছড়িয়ে দেয়া!
মুক্ত দাও করে তোমারি ভালবাসার মানুষটিকে।
তাঁর সুখে নিজের সুখকে নাও খুঁজে।
মুক্ত করে পরম প্রাপ্তি ভোগের সুখের চেয়ে!