উঠো জেগে!
উঠো।
থেকো না নীরব হয়ে।
আঁধার হয়ে দূরীভূত -
এসেছো নতুন প্রভাতের আলো!
থেকো না আর অলস হয়ে।
আছো যারা দূর্বল, নিপীড়িত, শোষিত -
উঠো জেগে তোমরা।
সবকিছু নিয়ো না মুখ বুঝে -
সহ্য করে; জাগিয়ে তোল নিজেকে।
দূর্বল ভেবে রাখবে তোমায় দমিয়ে।
অন্যায় না করেও দোষী হবে তুমি।
ধর্ষণ করে তোমায়;
দিব্যি ঘুরে বেড়াবে ধর্ষক।
হও তুমি নারী কিংবা তরুণ কিংবা প্রবীণ;
তোমাদের মাঝে আছে;
অদম্য শক্তির জাগরণ।
নজরুল চেতনা;
নিজের মাঝে করে ধারণ -
উঠো জেগে!
উঠো!