"ত্যাগ" দিলে করে একবার -
আসে না তা ফিরে কখনো।
"ত্যাগ" -
মুখ থেকে উচ্চারিত কথা,
বন্দুক থেকে বর্ষিত গুলি এর ন্যায়।
প্রাণোচ্ছল প্রাণগুলো;
নিচ্ছে বেছে আত্মহননের পথ।
কেন এই আত্মহনন বার বার?
কার জন্য এই ত্যাগ?
ভালবাসার মানুষ নাকি বিষন্নতার জন্য।
..........
শুনতে পাচ্ছো!
তোমাদের বিদেহী আত্মাকে বলছি;
একবারো মনে পড়লো না -
মা, বাবার বুকফাটা আর্তনাদ!
ভালবাসার মানুষটি তো দিব্যি থাকবে;
অন্য কারোর সুখে তুমিবিহীন।
বিষন্নতায়;
পারলে না সুখকে জাপটে রাখতে।
চাইলে পারবে আর ফিরে আসতে?
পারবে বাবা মা কে জড়িয়ে ধরতে?
তোমার এমন মৃত্যুতে;
কান্না নয় -
শুধুই ধিক্কার জানাই!