আঁখি মেলে দেখে-
ধরিত্রীর আলো;
বাবা- মায়ের স্নেহে বেড়ে উঠে ;
শূন্য করে বাবার ঘর-
যায় যে বাবার রাজকন্যা শশুর বাড়ি।
নারীর বড় শক্ত কাজ-
"পর কে করতে হয় আপন"।
বাবা এই কথা দেয় বুঝিয়ে তাঁর রাজকন্যাকে।
.......
স্বামী-
যার সাথে সারাজীবনের বন্ধন;
সে যদি হয় পশুর ন্যায়-
কোথায় যাবে সেই নারী?
কোন অপরাধে -
স্বামী তুলে গায়ে হাত।
কোন অপরাধে-
সাহস পায় স্বামী; মা বাবাকে গালি দেবার।
কোন অপরাধে-
সেই নারীকে শুনতে হয় "মরতে পারিসনা"
তুই তো শুয়রের বাচ্চা।
সমাজের কটূক্তি, বাঁকা চাহুনির জন্য-
সবকিছু নীরবে কি সহ্য করতে হবে নারীকে!