সময়ের পরিবর্তনে-
ক্যালেন্ডারের পাতা ঘুরে;
বছরের শেষ মাসটি ডিসেম্বর।
শীতের আবেশ জড়ানো।
"পিকনিক পিকনিক" বাতায়ন-
মন জুড়ে।
স্কুল ছুটি।
তাইতো বেরিয়ে যাওয়া পিকনিকে।
সকল ভাবনা রেখে দূরে।
উঠে বাসে পিকনিকের-
প্রভাতে চলার পথে;
ভোজন থাকে কেক, সেদ্ধ ডিম আর কমলা।
পৌঁছে পিকনিকের জায়গায়-
ঘুরে ফেরা ইচ্ছে মতো।
এক পাশে হয় প্রস্তুত পিকনিকের-
পড়ন্ত দুপুরের ভোজন।
থাকে মেনুতে-
পোলাও, সেদ্ধ ডিম, মুরগির রেজালা।
শেষ পাতে কোলড্রিংকস!
বাচ্চারা গেলে সাথে যুক্ত হয় আইসক্রিম।
আনন্দ করে উপভোগ; গোধূলি বিকেলে-
ফিরে আসা জীবনের ব্যস্ততায়;
মনে নিয়ে বিষাদ!