সময়, দিন, ক্ষন,
সম্মান, প্রাণস্পন্দন-
হারিয়ে গেলে একবার জীবন থেকে;
যায় না ফেরানো হারানো জিনিস-
কোন কিছুর বিনিময়েও।
দিন কেটে রাত যখন ধরিত্রীতে-
হারিয়ে যাওয়া দিন আর তো আসেনা ফিরে।
রাত কেটে নব প্রভাত ধরিত্রী আলোকিত-
হারিয়ে যাওয়া রাত আর তো যায়না ফেরানো।
দেহ থেকে প্রাণ আর সম্মান গেলে হারিয়ে-
কোন কিছুর বিনিময়ে তো যায় না ফেরানো।
জীবনের সবথেকে একাকী নিঃস্ব মুহূর্তে-
কখনো কখনো নিজেকে হারিয়ে;
নিজেকে খোঁজা আবার!
অবাক হলেও মনে সম্ভব-
হারিয়ে নিজেকে খোঁজা।
প্রাণের ভেতর প্রানস্পন্দন নয়;
কোথাও হারিয়ে গিয়েও নয়-
প্রকৃতির স্নিগ্ধতায় বিশাল আকাশের নিচে;
প্রকৃতির সাথে একাত্ম হয়ে হারিয়ে ফেলে নিজেকে;
নিজেকেই আবার খুঁজে পাওয়া।
নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়া।
প্রকৃতির সাথে একাত্ম হয়ে নিজেকে;
খুঁজে পাওয়ার এক আত্মিক প্রশান্তি ছুঁয়ে থাকে!