রাতের মাঝে দিন।
দিনের মাঝে রাত।
আলোর মাঝে আঁধার।
আঁধারের মাঝে আলো।
জীবনের মাঝে অনুভূতি।
অনুভূতির মাঝে জীবন।
......
আমার মাঝে তুমি।
আমার অস্তিত্ব তুমি।
আকাশ!
বড্ড অনুভব করি তোমায়।
আমার কান্নায়;
তোমায় জাপটে রাখতে দেবে!
আমার ক্লান্তিতে;
তোমার হাত আমার মাথা বুলিয়ে দেবে!
আমার লজ্জা মাখা মুখশ্রী;
তোমার আদর রাঙ্গিয়ে দেবে।
আমার নিস্তব্ধতা, অভিমান, খুনসুটি;
তোমার মন ঠিক বুঝে নিবে তো!
আমার অনুভূতি, অস্তিত্ব জুড়ে;
ভালবাসি! ভালবাসি! ভালবাসি তোমায়।