জীবন মানেই-
সৃষ্টি।
জীবন মানেই-
মৃত্যু।
সেই মৃত্যু যদি হয়-
কাছের, আপন মানুষদের;
যায়না সহ্য করা-
সেই মানুষটি বিহীন;
একটি মুহূর্ত কাটানোর তীব্র যন্ত্রনা।
মিডিয়া!
জানবার, দেখবার, শুনবার মাধ্যম।
তারা যা করে প্রকাশ-
তাই হয় করতে বিশ্বাস।
কিছু  সময় মিডিয়া-
তথ্য ছড়িয়ে দেয় ভুল।
সেই ভুল তথ্য পেয়ে-
উদ্বিগ্ন আর ভয়ে হয় কম্পিত মন।
আঁখি হয় অশ্রুসিক্ত-
পছন্দের মানুষটির না থাকবার তথ্য পেয়ে!
সৃষ্টি হয় হানাহানি, বিশৃঙ্খলা!
হে! মিডিয়া!
প্রচারের আগে বুঝে করবেন প্রচার।
বন্ধ করুন মিথ্যে ভয়ে কম্পিত হওয়া!