প্রকৃতির স্নিগ্ধ গোধূলি লগ্নে -
দিন যে লুকায়িত রাতের আঁধারের বিশ্রামালয়ে!
রাতের আঁধার আলোকিত;
স্নিগ্ধ প্রভাত বেলার সূর্যের কিরণে।
পালাক্রমেই ধরিত্রীতে দিন যায় রাত আসে।
রাত যায় দিন আসে।
................
হিংসা, হানাহানি; পাপাচার,
বিদ্বেষের আধাঁরে যখন আচ্ছন্ন-
ধরিত্রীর আকাশ, মাটি, মানব মন;
কেমন করে আসবে তখন-
মানবতা, ধর্মের শান্তির আলোকরশ্মি।
কাফের, গুনাহ্গার পূর্ন তখন ধরিত্রী।
আল্লাহর নিরীহ, নিষ্পাপ বান্দাদের উপর -
চলতো অকথ্য অত্যাচার।
আল্লাহ্ মহান! আল্লাহ্ করুণাময়!
তাঁর বান্দাদের করতে রহমত-
পাঠিয়েছিলেন তোমায় হে! মুহাম্মদ (সা:)!
তুমি যে তাঁর প্রিয় রাসূল আর শেষ নবী।
হে! প্রিয় রাসূল;
তুমিও পেয়েছিলে কতো আঘাত,যন্ত্রণা-
সবার মাঝে দিতে ছড়িয়ে;
শান্তির ধর্ম ইসলামের বার্তা!
হে! প্রিয় রাসূল;
তোমার দেখানো শান্তি, আলোর পথ আর -
মহান আল্লাহ্ তাল্লাহ এর রহমতের স্পর্শে;
আলোকিত হয় যেন আল্লাহ্ এর বান্দাদের জীবন!