রাতের আঁধারের হলো অবসান।
আলোকিত নির্মল আর স্নিগ্ধ আকাশ-
"সূর্যের কিরনের স্নিগ্ধ স্পর্শ"।
তন্দ্রা জড়ানো অবসাদ শরীর ছুঁয়ে দিল হিমেল বাতায়ন।
পাখিরা যাচ্ছে উড়ে উড়ে গেয়ে সুমধুর গান।
বাতায়নে যাচ্ছে ভেসে ভেসে সেই গানের সুর!
পেছনে থেকে জড়িয়ে-
মিষ্টি আদরের ছোঁয়া দিয়ে ভালবাসামাখা;
ধোঁয়া উঠা এক কাপ চা এলো-
নিয়ে আমার মিষ্টি বৌ।
.......
কর্মব্যস্ত দিনের শুভারম্ভ।
সময় গড়িয়ে বিকেলের আকাশ রক্তিম-
গোধূলির রক্তিম আভায় তখন।
ভাবিনি আমার দিনের অন্ত হবে এমনিভাবে।
হঠাৎ এক ফোন পেয়ে গেলাম ছুটে-
হিম ঘরে; কাঁপা কাঁপা হাতে সরালাম কাপড়খানি।
রক্তিমে আবৃত হয়েছে তোমার শ্বেত দেহখানি।
........
মেঘমালা!
করেছো আমায় একা তবে রাখবে জড়িয়ে-
আমায় তোমার ভালবাসায় যেখানেই থাকো!