"দেখো আলোয় আলোয় আকাশ।
এতো আনন্দ আয়োজন-
সবই বৃথা আমায় ছাড়া"!
গভীর অনুভবে আমার ভালো লাগার-
এই গানে নেচেছিলে তুমি;
দাদাগিরির মঞ্চে-
তুমি হে ঐন্দ্রিলা!
তুমি সেইদিন হেসেছিলে কেননা-
তুমি দুইবার মৃত্যুকে করেছো জয়।
......
দেখো! সত্যি!
তোমায় ছাড়া আজ এতো আয়োজন-
সবই বৃথা হয়ে গেল।
তোমার সুস্থতায়-
অনেক করেছি প্রার্থনা!
কাল শুনেছিলাম-
তুমি উঠেছো নড়ে;
খুব শান্তি পেয়েছিলাম।
আজ সব শেষ!
পারছি না বিশ্বাস করতে -
তুমি আর নেই!
ভালো থেকো ঐন্দ্রিলা।
খুব ভালবাসি তোমায়।
থাকবে তুমি অনুভবের গহীনে!