আঁখি মেলে প্রাণের আগমন।
বেড়ে উঠা -
বয়স হওয়া।
মায়ার বাঁধনে জড়ানো।
শূন্য করে চলে যাওয়া।
জীবন মানেই;
প্রাপ্তি কিছু অপ্রাপ্তি।
দিনশেষে কোথাও যেন;
শূন্যতা এসে ভিড় করে প্রকৃতি -
মানবের মনে।
........
কাগজের মূল্যবান নোট যা "টাকা" ;
শুরু হলেও অনেক বড় সংখ্যা দিয়ে -
শেষ হয় শূন্য (০) দিয়ে।
হয় যদি সংখ্যা ১ তার পরে;
একটি শুন্য হবে দশ (১০) -
সমাপ্তি সেই শূন্য (০) দিয়ে।
হয় যদি তা এক কোটি;
তবু সমাপ্তি সেই শূন্য (০) দিয়ে।
"জীবনে টাকায় শূন্য"।
নেই যে কোন পূর্ণতা, প্রাপ্তি, স্থায়ী!