নিশির আঁধার কেটে-
প্রভাতের স্নিগ্ধ রোদ আর গোধূলির;
বিষন্ন আর মলিন স্নিগ্ধতার-
আচ্ছাদনের মধ্য দিয়ে মানব তখন পরিশ্রান্ত।
সেই সময়টুকু শুধুই একান্তের,একান্ত অনুভূতির।
সেই মুহূর্ত করতে উপভোগ-
ইজি চেয়ারে হেলান দিয়ে কারোর হাতে বই;
কারোর হাতে ধোঁয়া উঠা এক কাপ চা।
কারোর আবার জানালার গ্রিলে মাথা রেখে-
কানে হেডফোনে প্রিয় শিল্পীর গানে গুনগুন করে উঠা।
গানের সুর, কথা সত্যি মনকে দেয় অন্যরকম আবেশ।
বছর ঘুরে আসা জন্মদিনে-
যে গানটি ছাড়া অসম্পূর্ণ "আজ জন্মদিন তোমার"।
মানুষটি আর কেউ নন- শাফিন আহমেদ।
যে গানে ব্যর্থ প্রেমিকের রক্তাক্ত অনুভূতির প্রতিচ্ছবি-
"নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়"!
যে সুর নিঃসঙ্গতার সঙ্গী "চাঁদ তারা সূর্য"
সেই সুরের উজ্জ্বল সূর্য আজ রাতের আকাশে-
চাঁদ হয়ে সুরের ধারায় জ্বলজ্বল একেকটি তারা!
সেই সুর, সুরের মানুষ আর তাঁর রেখে যাওয়া গান-
অনুভূতি হয়ে বেঁচে থাকবে;
ভক্তের মনের অনুভূতির সুরে!