মাতৃগর্ভে পরম যতনে-
দশ মাস থেকে মায়ের নাড়ি কেটে;
মায়ের কোলে এই ধরিত্রীতে আগমন।
হাঁটি হাঁটি পায়ে বড় হয়ে;
আসল জীবনের যাত্রা পথের শুভারম্ভ!
মা বুঝিয়ে শিখিয়ে বলেন-
পাঁচ ওয়াক্ত নামাজ হবে যে পড়তে।
বছর ঘুরে এক মাস সিয়াম সাধনার-
সেহেরি আর ইফতার শেষে আসে ঈদুল ফিতর।
তার দুই মাস দশ দিন পর আসে যে ঈদুল আযহা।
জীবনে কিছু সময়-
সব থেকে প্রিয় জিনিসের ত্যাগ;
এইতো ঈদুল আযহার মর্মবাণী।
আল্লাহ্ এর যে বান্দাগুলো;
ঘরবিহীন অসহায় তাঁদের সব দিন সমান।
ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহা-
ঈদে গোস্ত কিংবা পোলাও জুটে না তাঁদের।
সামর্থ্য কিছু শ্রেণী সওয়াবপ্রাপ্তির আশায়-
অসহায় মানুগুলোকে অল্প দিয়ে সান্ত্বনা প্রদান।
উদার আর মানবিক হলে সৃষ্টির প্রতি;
এমনিতেই আল্লাহ্ সওয়াব দিয়ে;
তাঁর জীবনকে করবে আলোকময় আর সহজ!