কন্যা, জায়া, জননী;
প্রসব ব্যথা করে সহ্য-
ধরিত্রীর আলো দেখায় এক মা।
সন্তানকে করে লালন সেই সাথে সংসার সামলায়।
কিছু মা আবার করেন বাহিরে চাকরি।
মা যেমন কোমল তেমনি অগ্নিশর্মা।
সন্তান কিংবা সংসারের কিছু হলে-
রুদ্ররূপে করে সংহার দুষ্টের দমন।
সীতাকে যখন রাবণ করে হরন-
অকাল বোধন করে মা দুর্গাকে করে আহ্বান-
জয় শ্রীরাম!
স্বর্গের দেবতারা যখন বিপদের সম্মুখে-
মা দুর্গা বদ করেন অসুরকে দশভুজা হয়ে।
তাই তো ধরিত্রীর সকল মায়েরা দূর্গার প্রতিরূপ।
শরৎ এর লগ্নে ধরিত্রীতে মা দূর্গার আগমন।
মা এসে এই ধরাধামের মানব সন্তানদের সাথে;
চারটি দিন কাটিয়ে দশমিতে যায় ফিরে-
স্বামী শিবের কাছে!
অষ্টমীতে কুমারীরূপে মা দূর্গার আরাধনা।
প্রতি বছর ঘুরে-
মায়ের আগমনের প্রতিক্ষায় মানব সন্তান।
বিদায়ের বেলায় অশ্রুজলে এইটাই প্রার্থনা-
ধরিত্রী আর মানব সন্তান থাকে যেন সুরক্ষিত!
সকল মা আর বধূদের সিঁথির সিঁদুর থাকে যেন অক্ষুণ্ণ।