অ, আ, ক, খ-
শিখে মুখে মুখে পরিবার থেকে;
স্কুলে গিয়ে শিক্ষা যাত্রার প্রথম ধাপ।
সময় অতিক্রান্ত হতে হতে-
শিক্ষার্থী পৌঁছে যায় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে।
মেধার আলোয় নিজেকে করতে চায় আলোকিত।
কোটা দিয়ে মেধাকে আড়াল করা-
কেমন করে করবে সহ্য মেধাবী শিক্ষার্থীরা!
বিশেষ ক্ষেত্রে কিছু অবশ্যই থাকবে কোটা।
মেধার জন্য হয়েছিল শুরু "কোটা আন্দোলন"।
সেই আন্দোলন যেন রূপ নেয় এক রক্ত যুদ্ধে।
নিষ্পাপ প্রাণের রক্তে ভিজেছে রাজপথ-
যারা ছিল সাধারণ জনগণ;
কোটা আন্দোলনের সাথে ছিল না সম্পর্ক।
নির্মম পরিস্থিতিতে-
মায়ের অনেক কোল হয়েছে খালি।
বোন হারিয়েছে ভাই-স্ত্রী হারিয়েছে স্বামীকে।
"আবু সাইদ" বুক পেতে দাঁড়িয়ে একা-
প্রতিহত চেয়েছিল করতে।
হঠাৎ কিছু বুঝে না উঠতেই গুলি চলে তাঁর বুকে।
সোজা হয়ে দাঁড়িয়ে মাটিতে পরে লুটিয়ে।
বিজয়ের রক্তে শহীদ-
'সাইদের' মতো আরো অনেক শহীদ।
বিজয়ের রক্তে শহীদ যে তাঁরা।
তাঁদের প্রাণের আত্মত্যাগের বিনিময়ে-
কোটা বিজয় পেয়েছে প্রাপ্তি পরিশেষে!