প্রভাত কিরণে-
যাচ্ছে কেটে রাতের আঁধার।
স্নিগ্ধ হিমেল বাতায়ন-
যায় যে দিয়ে তাঁর শীতল পরশ।
ফুলের পরাগে এসে বসে মৌমাছি।
ভালবাসায় পরম পরশে ছুঁয়ে দেয় ফুল।
মুগ্ধ নয়নে মন বারে বারে যায় ফিরে-
এমন ভালবাসার মধুরক্ষনে।
........
আলোয় আলোকিত আজ 25 শে বৈশাখ।
এই দিনে তোমার পদধূলির পরশ পায়-
এই ধরিত্রী!
নানা প্রতিভার আলোকরশ্মি রেখেছো গিয়ে।
কখনো তুমি স্বপ্নের নায়ক, ভালবাসার প্রেমিক।
কখনো সুরের অবয়বে সঙ্গী তুমি।
মানবের অনুভূতির-
পরাগে পরাণে আছো তুমি মিশে।
তোমার সেই গান-
"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন"
নয়ন ভেজায় অশ্রুজলে!
তোমার সৃষ্টি যুগ থেকে যুগ-
করে যেন সৃষ্টি প্রেম; হয় যেন বিরহের সঙ্গী!