“দেখা হবে”

ভালবাসা; তোমার প্রতি!
সে তো অপ্রকাশিত।
ভালবাসা; তোমার প্রতি!
সে তো প্রতিদিন তোমায় একটু দেখবার তীব্র আকাঙ্ক্ষা।
ভালবাসা; তোমার প্রতি!
সে তো তোমার মায়ের মন জয় করার হাজারো বাহানা খুঁজে ফেরা।
ভালবাসা; তোমার প্রতি!
সে তো রাস্তায় তোমায় কেউ কিছু করলে অগ্নিশর্মা হয়ে মানুষটিকে রক্তাক্ত করা।
ভালবাসা; তোমার প্রতি!
সে তো আমার উদাসীন জীবন।
ভালবাসা; তোমার প্রতি!
সে তো তোমার জীবন সুখে ভরিয়ে দিতে নীরবে আমার দূরে সরে যাওয়া।
ভালবাসা; তোমার প্রতি!
সে তো প্রতিটি সেকেন্ড; প্রতিটি মুহূর্তে তোমায় আমার মাঝে অনুভব করা।
ভালবাসা; তোমার প্রতি!
সে তো নিজেকে প্রতিষ্ঠিত করার অক্লান্ত পরিশ্রম।
……………
ভালবাসা, আমার প্রতি!
দীর্ঘ চার বছর পর ভালবাসার দুয়ারে আমার এসে;
বললে “ভালবাসি তোমায়”।
সেইদিন তোমায় ভাসাতে চেয়েছিলাম আমার ভালবাসায় আর প্রকৃতির স্নিগ্ধতায়!
যাচ্ছিলাম তোমায় নিয়ে অটোতে করে।
অটো থামিয়ে গিয়েছিলাম তোমার জন্য আইস্ক্রিম আনতে!
হঠাৎ বিকট শব্দে অটোতে আগুন লেগে গেলো।
তোমার শরীরের লেশমাত্র পেলাম না একটুও স্পর্শ করতে।
কেন এমন হলো?
সুখেই আছো পরপারে আমায় ছাড়া একাকী তাই না!
তোমার সাথে হবে দেখা এই পৃথিবীর থেকে অনেক দূরের পৃথিবীতে।