রবির উদয়ে প্রভাতের সূচনা।
রবির অস্তে নিশির সূচনা।
রাতের ক্ষণে আকাশের বুকে;
কখনো পূর্ণিমা কখনো অমাবস্যা।
প্রাণে যখন হৃদস্প্দন; মানব তখন জীবিত।
স্পন্দনবিহীন মানব শুধুই 'শব' কিংবা 'লাশ'!
সৃষ্টির শুরুতেই বিধির বিধান হয় লিখিত -
সেই মানবের কতদিন কতক্ষন;
আয়ু কিংবা নেক হায়াত।
মন যে মানে না তবু -
একাই হবে যেতে সকল বন্ধন ছিন্ন করে।
আত্মাবিহীন নিথর দেহ;
জ্বলন্ত অগ্নিতে কিংবা কবরে পায় ঠায়।
সঙ্গী হয়ে সঙ্গ যেন পায় নিথর প্রিয় মানুষটি।
পরিচিত কিংবা অপরিচিত;
শ্মশান সঙ্গী হয়ে সঙ্গ দিয়ো শ্মশানে।
কবরে যাবার পূর্বলগ্নে;
জানাযায় শরীক হয়ে সঙ্গ দিয়ো কবরস্থানে।
সঙ্গী হয়ে সঙ্গ পেয়ে প্রাণের মানুষটি;
জ্বলন্ত অগ্নিতে ছাই কিংবা চিরনিদ্রায় কবরে!
'অভিযাত্রিক-২০২৪'