প্রকৃতির আঁধার যেয়ে আসে আলো।
মানব অনুভূতির দুঃখ যেয়ে আসে সুখ।
জীবনে বয়স যেয়ে আসে মৃত্যু।
এমন করেই “যাওয়া আসা” নিয়েই মানবের জীবন।
অভ্যস্ত আর নিজেদের মানিয়ে নেয় মানব “যাওয়া আসার” ঘোরে।
…………………
সাধারণ মানবের চেয়ে-
একজন কবির মন, ভাবনা, অনুভূতি আর হৃদয়;
একটু বেশি আবেগী, উদাস, কল্পনাতীত আর স্পর্শকাতর।
কবি মুহূর্তেই নিজেকে খুশি আর সুখে ভাসানোর মাঝেই-
হারিয়ে ফেলে কোন এক বিষণ্ণ, গভীর ভাবনার ঘোরে।
“কবিতা” কবিদের নিঃশ্বাস।
“কবিতা” কবিদের প্রেয়সী, প্রেম, ভালবাসা।
“কবিতা” কবিদের প্রশান্তির নিদ্রা।
“কবিতা” কবিদের সন্তান সন্তানতুল্য।
সেই “কবিতা” কবিদের সাথে করে লুকোচুরি খেলা।
মাঝে মাঝে কবিদের মন, ভাবনা আর-
হৃদয়ের দুয়ারে এসেও যায় চলে।
সেই চলে যাওয়া কবিদের হৃদয়কে যন্ত্রণা, অস্বস্তি দেয়।
কবিদের মন হয় চঞ্চল, উতলা।
কিছুতেই যেন পায়না খুঁজে স্বস্তি, সুখ, আনন্দ, খুশি।
হে! কবিতা!
তুমি এমনভাবে করো না যাওয়া আসা;
থেকে সর্বদা কবিদের সাথে দিয়ো শান্তি কবিদের-
মন, ভাবনা আর হৃদয়কে!