বাবা- মায়ের ভালবাসা, স্নেহের ছায়ায়;
বেড়ে উঠে বাবার রাজকন্যা!
অশ্রুসিক্ত আঁখি;
কলিজা ছিঁড়ে যাবার ন্যায় যন্ত্রণা বুকে চেপে -
আদরের টুকরো কে তুলে দেয়;
রাজকন্যার জীবনসঙ্গীর হাতে -
সকল অনুভূতির সঙ্গী হবে এই বিশ্বাসে।
রাখবে যত্নে তাঁর আদরের টুকরো কে!
........
এক নারীর নতুন জীবনে -
সঙ্গীকে যে হতে হয় বন্ধুর ন্যায়।
নিজের স্ত্রীকে বুঝতে হয় ভালবেসে আপন করে।
বন্ধনের স্বাভাবিক নিয়মে -
দুজন আসে দুজনের কাছাকাছি;
নতুন আরেক প্রাণের সৃষ্টিতে!
ভালবেসে হোক না কাছে আসা।
স্ত্রী তো নয় শুধুই ভোগের পন্য!
ভালবেসে হোক না দুজনের কাছে আসা।
শুধু তো নয় শারীরিক বন্ধন -
সবার প্রথম হোক ভালবেসে কাছে আসা!