হৃদস্পন্দন!
চলে গেলে একবার আসে না ফিরে।
প্রাণের হয় অবসান।
স্মৃতি হয় ছবির ফ্রেম কিংবা;
হৃদয় মনিকোঠায়!
অস্তিত্বহীন তবু অস্তিত্বময় হয়ে থাকে চিরদিন।
কাছের মানুষ হয় যে আবছায়া অবয়ব!
........
বিশ্বাস কিংবা অবিশ্বাসের উর্ধে-
কাঁদিয়ে চলে যাওয়া আপন মানুষটির;
বিদেহী আত্মা দেয় যে সাড়া-
গা হিম করা ভৌতিক প্ল্যানচেটে।
আসে না কোন কণ্ঠস্বর তবু-
বোঝে নেয় আমাদের আবেগ; অনুভূতি; শব্দ।
দেয় যে প্রতিউত্তর ইশারায়।
না পেলেও স্পর্শ যায় যে করা অনুভব তাঁরে।
হে প্রিয়!
এসো ফিরে বারে বারে-
প্ল্যানচেটে এই শূন্য হৃদয়ে।
পরশ না পাই তোমার; অনুভবে নিবো জড়িয়ে।
আবছায়া অনুভবে পেয়ে তোমায়-
করবো এই অশান্ত মনকে শান্ত।