নিশির আকাশ জুড়ে আজ-
ঘুটঘুটে আঁধার শুধুই।
মানব সন্তানের ভেতরের-
অনুভূতি, ভাবনা, উগ্রতা, বিদ্বেষ;
পাপাচার, পাপ চেতনা করতে দূর-
জীবন থেকে প্রজ্জ্বলিত করে আজকের এই দিনে।
আলোয় আলোকিত হয় প্রদীপ শিখার-
উজ্জ্বল দীপ্তিতে।
আঁধারে অবুঝ সন্তানদের আলোর দিশা-
প্রজ্জ্বলিত এই প্রদীপগুলো।
শ্যামা মা যে কখনো মমতাময়ী কখনো চণ্ডাল;
পাপ আর অসুরদের করতে দমন।
ভালবেসে, প্রেমে আর ভক্তিতে-
শ্যামা মাকে করলে স্মরণ;
মা ঠিক এসে কোন না কোন মানব রূপে-
বড্ড আপনজন হয়ে সন্তানকে আগলে রাখে।
মা! মা গো-
অবুঝ সন্তান জানেনা কোন মন্ত্র তোর পূজার।
মমতারূপে এসে সন্তানকে রাখিস জড়িয়ে।
গায়ের রূপে নয়; তুই যে মা আত্মার আলোয় আলোকিত।
তোর স্নিগ্ধ, মায়াকারা রূপে-
ইচ্ছে করে তোর মুখশ্রীর পানে চেয়ে থাকতে।
মন হয় ব্যাকুল তোরে জড়িয়ে নিতে।
সকল পাপ, অশান্তি করে দূর-
শান্তি, মমতার ছায়া দাও মেলে অবুঝ সন্তানদের!