সোনা আমার! মানিক আমার!
খেয়ে পড়ো ঘুমিয়ে তাড়াতাড়ি।
ঘড়ির কাটা ঐ যে চললো -
১২ টার ঘণ্টা বাজবে ঢং ঢং।
সাদা গোঁফ, ভুঁড়ি পেট;
লাল পোশাক, লাল টুপি পড়ে -
উপহারের ঝুলি নিয়ে আসবে চুপি চুপি;
সান্তা ক্লজ!
মাথার কাছে আমার সোনার -
দিয়ে যাবে উপহার!
......!!!!!
ছেলেবেলার সেই সান্তা ক্লজ থাকতো;
বাবা, মা, বোন কিংবা ভাই।
সেই ছোট্ট প্রাণগুলো জানে না -
সান্তা ছিল বাবা, মা, বোন কিংবা ভাই।
ছোট্ট ছোট্ট উপহার পেয়ে;
খুশি যে কতো সেই নিষ্পাপ প্রাণগুলো!
মা, বাবা, বোন কিংবা ভাই -
ছোট্ট প্রাণটির হাসির জন্য;
আড়ালে করে যায় অনেক কিছু।
ইচ্ছে করে পূরণ তাদের।
প্রতিটি সান্তা যেন;
আগলে রাখে সেই প্রাণকে!
ইচ্ছেপূরণের ছেলেবেলা বড্ড রঙ্গিন।