শীতের হালকা শিহরিত সমীরণ-
প্রকৃতি গায়ে মেখে;
এনেছে আরেকটি নতুন ইংরেজি মাস "ফেব্রুয়ারি"।  
নানা উৎসবের সংমিশ্রনে কাটে এই মাসটি।
কখনো মন আনন্দধারায় হয় উচ্ছ্বাসে উচ্ছ্বসিত।
দিনের পর রাত; সুখের পর দুঃখের ন্যায়-
ফ্রেবুয়ারি মাসের ইতি হয়;
বাঙ্গালীর বিষাদ; "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" উদযাপনে।
--------------
হোক প্রেমিক-প্রেমিকা কিংবা সম্পর্কের;
একটুখানি অনুভূতি প্রকাশে-
নানা উৎসবে কাটে গোটা ফেব্রুয়ারি মাস।
7 ই ফেব্রুয়ারি "গোলাপ দিবস"!
8 ই ফেব্রুয়ারি "প্রোপোস দিবস"।
এমন করেই আসে সেই মধুর দিবস-
14ই ফেব্রুয়ারি "ভালবাসা দিবস"!
হাসি পায় এই ভেবে শুধু কি এই তারিখগুলোতেই-
মানবের অনুভূতি হয় প্রজ্বলিত?
অনুভূতি তো সবসময়ের!
ভালবাসার উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হোক-
মন; অনুভূতি, সম্পর্ক আছে যতক্ষণ প্রাণস্পন্দন!