মায়ের গর্ভে থেকে দশ মাস -
ভূমিষ্ঠ হয় ছোট এক প্রাণ করে ক্রন্দন।
স্নেহ, ভালবাসায় হয়ে বড়;
ডাকে "মা" বলে।
সকল কষ্ট হয় যে পরিণত -
আনন্দ অশ্রুজলে শুনে "মা" ডাক।
.......
কোল আলো করে এসেছে আমার সন্তান।
নাড়ি ছেড়া ধন।
হাসি, চাহুনিতে করে মুগ্ধ।
সময় যায় যে বয়ে।
চেয়ে থাকে আমার মুখশ্রীপানে শুধু।
"মা" বলে ডাকে না সে।
আমার হৃদয়-
তৃষ্ণার্ত শুনতে "মা" ডাক।
তুই আমার আলো।
তুই আমার নাড়ি ছেড়া ধন।
রাখবো বুকের মাঝে বেঁধে যে তোকে।
"মা" এর তৃষ্ণার্ত হৃদয়- কর্ণ ;
পূর্ণ কর "মা" ডেকে।
আসবে কবে সেই দিন?
"সহমর্মিতার সংবেদন"