সূর্য যখন নিদ্রার কোলে;
আঁধার আসে নেমে ধরিত্রীর বুকে।
ধীরে ধীরে মুখরিত হয় আসর।
সেই আসর কোন সাহিত্য আসর নয়;
সেই আসর আমোদ প্রমোদ এর আসর!
নানা বয়সের নানা ব্যক্তি;
মত্ত হয় মদের ঝাঁঝালো তৃষ্ণায়-
সেই ঘোরের আঁখিতে;
মুখে এক রাশ হাসি যখন -
সুন্দরী ললনা নাচিয়ে মাতিয়ে তোলে;
ঘুঙুর পায়ে পড়ে।
আমোদের পর ছুঁড়ে মারে কিছু টাকা।
........
কোন ললনা নিজের রূপ দেখিয়ে;
অর্থ চায় না উপার্জন করতে।
জীবনের রূঢ় বাস্তবতা তাদের;
দাঁড় করায় এই পরিস্থিতিতে।
দীপ জ্বালো আঁধারে; "ধর্ম দীপ"
প্রদীপের শিখায় ভগবানের আরাধনা-
কিংবা জায়নামাজে বসে;
অশ্রু ঝরিয়ে আল্লাহ্ এর কাছে -
নিজেকে সমর্পণ!
সেই "ধর্ম দীপ";
দীপ জ্বালাবে আঁধারে।
নিষ্পাপ আর পবিত্র হবে সেই ললনাগুলো!