মায়ের শাসনে -
চুপটি করে পেছনে আশ্রয় পাওয়া।
মনের আবদার আছে যা -
নির্ভয়ে চেয়ে নেওয়া।
সোহাগে জাপটে রাখা -
বটবৃক্ষের ছায়া।
অনুভূতির গোপন আলাপচারিতা -
সে এক খোলা বই আর আয়না ন্যায়।
দুষ্টুমির ছলে -
সে যে হয় গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড।
সেই সম্পর্ক বড্ড মিষ্টি আর মধুর।
কখনো বা আবার হাজারো খুনসুটি।
তাঁরা যে দাদু - দিদা কিংবা;
ঠাকুরদা - ঠাকুরমা।
শুধুই রাখে যে ভরিয়ে সোহাগে।
বকা লাগায় বাবা-মা কে;
কেন দিচ্ছে বকা এই নিয়ে।
কখনো কখনো দেয় যে বুদ্ধি -
প্রিয় নাতি কিংবা নাতনির;
মনের মানুষটির -
কেমন করে হবে যে মন জয় করা।
এই মিষ্টি সম্পর্ক থাকুক অটুট।
তাঁদের ছায়া থাকে যেন সঙ্গী হয়ে;
প্রতি নাতি আর নাতনির!
(আমি তাঁদের কারোর ভালবাসা পাই নি। আমি যখন ধরিত্রীতে আসি তখন তাদের কাউকেই পাইনি। সত্যি তাঁরা নাতি নাতনিকে অনেক সোহাগে, আবদারে জড়িয়ে রাখে। এই মিষ্টি সম্পর্ক থাকুক অটুট)