সন্ধ্যা নেমেছে ধরিত্রীর বুকে।
আঁধার হয়েছে ক্রমাগত ঘূর্ণিভূত।
সেই ক্ষণে ধরিত্রী -
উঠে সেজে বৈদ্যুতিক আলোর সাজে।
কখনো ধরিত্রী হয়না আঁধারে নিমজ্জিত।
হঠাৎ কাল; ৫ই অক্টোবর ধরিত্রী-
হয়েছিল নিমজ্জিত আঁধারে।
ছিল না কোন বৈদ্যুতিক আলোর সাজ।
ঘরে ঘরে কাল উঠেছিল জ্বলে -
শুধুই মোমবাতির স্নিগ্ধ আলো।
সেই আলোয় হয়েছে কাটানো সময়-
প্ৰিয় মানুষগুলোর সাথে।
ছিল না সামাজিক যোগাযোগ-
ফেইসবুকে যাবার তাড়া।
ছিল না কথা বলার ব্যস্ততা।
ছিল না কাজের চাপ।
এমন ক্ষণে -
দুটি হৃদয় হয়তো পড়েছে বাধা;
ভালবাসার বন্ধনে।
আঁধারে মোমের আলো-
আসুক ফিরে বার বার ব্যস্তময় জীবনে!