সূর্যোদয় অস্তমিত হয়ে সূর্যাস্ত।
আঁধার রাত্রির শুভারম্ভ!
ক্লান্তি শেষে কেউ এলিয়ে দেহ;;
শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে আবার-
কারোর আশ্রয় খোলা আকাশের নিচে।
সব হারিয়ে হয়ে মানসিক অসুস্থ-
পাগল হয়ে ঘুরে বেড়ায় ভবঘুরে।
পাগল হোক না সে; প্রাণ তো তাঁর ঠিক চলে।
ক্ষুধা তো লাগবেই পেটে।
পাগল বলে অবহেলিত-
মানুষ নামের মানুষের কাছে।
পেট ভরিয়ে খেতে দিয়েছিল ভাত।
মহানুভব দেখিয়েছে যারা-
তাঁদের ছিল মুখোশ পরা মহানুভবতা।
পাগল তোফাজ্জল পারেনি বুঝতে।
দু'হাত তুলে আল্লাহ্ এর দরবারে-
শুকরিয়া আর দোয়া হয়তো চেয়েছিল।
সেই মুখোশধারী মহানুভব মানুষগুলো-
পিটিয়ে মেরেছে তাঁকে যে প্রিয়জন হারা!
তোফাজ্জলের রক্তধারায় ভাতের দানা -
সময় যখন বিচারের;
ভাত নয় রক্ত আহার প্রাপ্য নরপিশাচ আত্মাদের!