বিন্দু থেকে সিন্ধুর প্রারম্ভিক।
কড়ি থেকে কচি নব গাছের সূচনা।
রঙ্গিন পাখা জড়িয়ে উড়ে বেড়ানোর লগ্ন যার।
সবার আদরে বড় হবার সময় এখন যার।
সে তো শিশু! সে তো নারী নয়।
নারীর কোন চিহ্নই যাঁর  কচি শরীরে-
জাগ্রত হয়নি; যে সবার কাছে নিষ্পাপ, পবিত্র, বেহেশত।
সেই শরীরে কোথায় খুঁজে পায়-
কামনার গন্ধ সেই মানসিক বিকৃত নরপিশাচগুলো!
আরে! সে তো তোর সন্তানের মতো।
তুই কি তবে নিজের সন্তানকে ধর্ষণ করবি!
আরে! সে তো তোর নাতনির মতো।
তুই কি তবে তোর নিজের নাতনিকে ধর্ষণ করবি!
আর হে! শ্রদ্ধেয় জননী;
তুমি না একজন মা, নারী।
তুমি কি করে চুপ ছিলে এমন ঘটনায়!
সত্যি তুমি মা না; তুমি শুধুই শাশুড়ি।
নারী হয়ে আজ ভয় হয়; পুরুষকে ভালবাসতে।
পূর্ণাঙ্গ নারী হয়ে যে ব্যথা সহ্য করতে হয় প্রতি মাসে;
সেই যন্ত্রণা ছোট বোনটিকে-
এই বয়সেই বুঝিয়ে দিলো কামুক নরপিশাচগুলো!
হে! পুরুষ-
কামুকতার খেলা নিজের বৌয়ের সাথে কর।
নিষ্পাপ; ফুটন্ত শিশুদের মুক্তি দে তোরা।
ধিক্কার তোদের ধিক্কার!