এখন আমার হারিয়ে যাওয়ার ভয় নেই,
আমার এখন মৃত্যুরও নেই ভয় ৷
এখন আর তোর মত করে ডাকে কে আমায় বল ৷
নদীর জলের রংই যখন নেই,
সুন্দর কি কম পড়ে তার গায় ৷
শাড়ির ভাঁজে নক্সা হয়ে থাকি,
চুলে বাঁধা ফিঁতের ভাল-বাসায় ৷
বল না, তোর মত কে ডাকবে কে আর বল ৷
ইচ্ছে ডানায় মেলেছি যেদিন মন,
ঘড়ির কাঁটার সেকেন্ড হয়ে ঘুরি ৷
আজ যখন তোর সামনে দাঁড়ায় এসে,
চোখের তারায় ধুলো হয়েছি ৷
আর, তোর মত কে ডাকবে আমায় বল ৷
তোর মত কে ডাকবে আমায় বল ৷
জীবন এখন যোজন যোজন বাকি,
পাটাতনের তক্তা হয়েই শুই,
নষ্ট পুরুষ নষ্ট জীবন মেকি ৷
বলরে ওরে,তোর মত কে আর ডাকবে আমায় বল ৷