তারা আমার বন্ধু ছিল
তারা আমার সুখ স্বপ্নের সাথী
এখন তারা ফিতাকৃমি
এখন তারা ঘুনপোকা আমার জীবন ৷
বিশ্বাস মরে গেছে কবে
চিতায় জ্বলছে আশা নিরাশার শব্দগুলো ৷
আমার কশেরুকা ছিঁড়ে খাচ্ছে ঘুনপোকা ৷
আমার স্নায়ু ছিঁড়ে খাচ্ছে ফিতাকৃমি ৷
সৃষ্টিকে ধ্বংস করছি নিজের হাতে -
নতুন সৃষ্টির আকাঙ্খায় ৷
মেঘ- বৃষ্টি - জল -প্যাচপ্যাচে কাদা
আমাদের স্বর্থান্বেষী করেছে
ভুল যা কিছু আমার ,
ভালো যা কিছু সব তোমাদের হবে বলে
আমার ত্যাগ কে অস্বীকার করেছো ৷
ঘাস সেদিন আমার পায়ে ধরে কেঁদে বলেছিল
মাড়াতে মাড়াতে আমি মৃত প্রায় হয়েছি ৷
কখনো কারো পায়ে ধুলো লাগতে দিইনি কখনো ৷
বলেছিলাম : বেঁচে থেকেও যে সুখ
তা উপভোগ করো ৷
কেউ তো ঋণ মনে রাখে না কখনো ৷
আমিও না ৷