ওরা দুজন ছোট্ট বয়স , তেরো চোদ্দর কেউ
বুকের মাঝে আছড়ে পড়ে এলোকেশি ঢেউ ৷

খুনসুটিতে পাগল হল ওদের দুই চোখ
পলক ফেলে লুকিয়ে দেখে কেতাবি ভদ্রলোক ৷

হঠাত্ আঘাত নৌকা থামে, নদীর বুকে চর
নৌকা দুলে,  নৌকা দুলে, যাত্রী মনে ভয় ৷

বহু দূরে পড়ে আছে ঘর বিষণ্ণতার
ওদের এখন উঠোন জোড়া বসন্ত সংসার ৷

ওরা দুজন খুনসুটিতে মেতেই থাকে
ওড়না ধরে, নখের ওপর আঙুল রাখে
পড়শী মত, নিলয় ভরা নেই কোন সংশয়
ওরা এখন আনন্দে ডুব, হৃদ মাঝারে ভয় ৷