পরিসীমার চৌকাঠ পেরিয়ে - অযুত মিলন
ছিঁড়েছ মাকড়সার জাল, সধবার বেশ ৷
তবুও পরিযায়ী হতে গিয়ে, ঠিকানায় বেঁধেছ শরীর ৷
এপারে জমছে মেঘ, ধানকাটা ফসলের ঘ্রাণ
ওপারে সূর্যের আনাগোনা, বপনের দিন ৷
মাঝে ক্ষেত্রফল জুড়ে হাঁটাহাঁটি
মধুমেহ রোগী, ঘামে নোনতার স্বাদ ৷
পাঁক থেকে উঠে এল আকাঙ্খার দল ,
হ্যাসট্যাগে জুড়ে নিচ্ছ বন্ধু প্রেমিক ৷
বারেবারে বদলেছ স্থবির মুখোশ
চিতায় জ্বলছে শব, দহনে শরীর ৷
সব শেষে কোন এক বৃত্তে
আটকে গেছে সিঁদুরের টিপ ৷