এইযে হটাৎ থেমে যাওয়া
হাসি কান্নার এত কথা,
হটাৎ করেই বিষন্ন মন,
বুকের মাঝে বিষম ব্যথা;
দিনের শুরু তোমার মুখে,
শেষও হতো তোমার ছায়ায়
আজও দিনের শুরু ও শেষ
তোমার কথাই আমায় ভাবায়।
এখন চৈত্র দিনের সূর্য-স্নাত
ক্লান্ত শরীর অবসন্ন
কালবোশেখীর ঝড়ের শেষে
নিঝুম রাতের গল্প অন্য।
এখন আমার সারাটা দিন
কাজে অকাজে ঠিক কেটে যায়,
এখন আমার সারাটা রাত
সেই সন্ধ্যার কথা ভাবায়।
কেমন করে তাল কেটেছে
হাসির পিছে গল্প কথার;
কেমন করে থামল চলা
তোমার আমার ভালোবাসার।
কি যে হলো, আর কি হলোনা,
সেসব হিসাব মিলছে কোথায়?
কি ভুল হলো, কি বা ত্রুটি
ছিলো সেদিন আমার কথায়!
খেয়াল বশে প্রেমের নেশায়
যদি উল্টো-সোজা বলেই ফেলি
সেসব কি আর ধরতে আছে
সে কথা সব নাই বা নিলি;
এখন পাগলামি সব ঘুচে গেছে
এখন চুপটি করে স্তব্ধ বসি,
কাউকে কিছু বলার আগে--
এখন সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব কষি।
বুকের ভিতর খুঁজে দেখো,
কোথাও আছি মনের কোণে,
আমার চোখের তারায় যেনো--
তুমিও আছো সংগোপনে।।
        ----◆----
২৭/০৩/২০২৩