কিশোর রূপে দেখেছিলে
                  অনেক দিনের আগে
সদ্যজাত শালুক কুঁড়ি যবে
                  ভোরের আলোয় জাগে;
পুরুষ মনে হয়নি তোমার,
                  কোনো পোষ্য ভেবেছিলে,
আজকে আমার সখা হলে—
                  কোন সে খেলার ছলে।
সেদিন যখন সুপ্ত ছিল
                  আমার পুরুষাকার,
তুমিই আমায় চিনেছিলে
                  কেউ চেনেনি আর।
সূর্য হতে বলেছিলে
                  মনের থেকে চেয়ে,
অযুত সূর্য হয়ে আমি
                  দেবো আলোয় ভাসিয়ে।
আমার মনের উষ্ণতা কি
                  মনের মাঝে পাও?
অধরপুটে হাসির রেখা
                  লুকিয়ে কেন যাও!
অনেক উষ্ণ হতে পারি—
                  সে উষ্ণতা যদি চাও,
অনেক তপ্ত হতে পারি—
                  সে উত্তাপ যদি নাও,
লক্ষ সূর্য হতে পারি –
                  সে আলোক যদি চাও।
এখন সখা উষ্ণতারই সময়,
              উষ্ণতাকে ভয় কেন তবে পাও?
           ~~~~~●~~~~~