সকাল সন্ধ্যা তোকেই ভাবি মনে,
ভাবি কখন বলবি কথা ওই মুখে,
আমায় জড়িয়ে যখন বুকে টানিস
আমার বুক পুড়ে যায় বন্য সুখে।
তোর ভিজে চুলের ডগার শিশির
গড়িয়ে পড়ে তোর ঘাড়ে, গলায়,
তোর কাজল কালো চোখের জাদু,
আমি হার মানি তোর ছলা-কলায়।
সেদিন হটাৎ যখন ছাদের কোনে,
আমার ঠোঁটে তোর ঠোঁট ছোঁয়ালি,
আমার চোখ বুজলো, কাঁপল বুক,
তোর ওই উষ্ণ শ্বাসে প্রাণ জুড়ালি।
~~~~~●~~~~~
চুঁচুড়া,
২২/১২/২২