রাণী, তুমি উপর থেকে দেখতে শহর,
সে অনেক উঁচু, যেন আকাশ ছোঁয়া যায়,
দেখতে তোমার শাসনে, সবাই কেমন
বন্ধ মুখে ভাত খোঁজে, বোবা-ই প্রায়।

তুমি যেমন বোঝাও, ধমকে-চমকে,
রাঙা চোখে, কখনও বা চতুরতায়,
ঠিক তেমন ভাবেই বোঝে সবাই,
নয়ত ভয়ে নত হয়ে চুপ করে যায়।

আজকে তুমি নির্বাচিত অনেক ভোটে,
সারা বছর খয়রাতি বা খেউড় করে,
আজ ক্লাব আর সিভিক তোমার সাথে,
সিভিলাইজডরা ছিলো যেন ভয়েই ম'রে।

অন্যরকম উন্নয়নে এই রাজ্য তোমার
যায় ভেসে যায়, সঙ্গে ভাসে রক্ত লাশ;
তবুও যেন কেউ দেখে না, চোখ বুজে
রয় সুশীল-কুশীল, আর হাড়-বদমাশ।

তোমার এমন করেই কাটছিল দিন,
গুনে গুনে তেরো বছর,চৌদ্দ তলায়;
জনগণের লড়াই করে মরা-বাঁচা,
সেসব কবেই বা আর তোমায় ভাবায়?

এই ক'বছর কত মানুষ মরলো কেঁদে,
পিষ্ট হলো উন্নয়নের চাকার তলায়,
কেউবা খেলো চড়-থাপ্পড়, লাথি বা লাঠি,
গুলিও খেলো, প্রতিবাদের কথা বলায়।

তুমি এখন নৈরাজ্যের ব্যস্ত রাণী,
আসন তব উপরতলার প্রশাসনে,
ব্যস্ত তোমার ভাই ভাইপো, গুষ্টি শুদ্ধ --
দখলদারি মাফিয়া রাজের প্রহসনে।

ভেবেছিলে মরল একটা, ছোট্ট প্রাণ,
আরো যেমন মরেছে কত, গুনেছ কি আর?
একটা মেয়ের দেহ, মরার পরে 'মরা' ই শুধু,
মাংস চর্ম আর দেহরসে কতই বা ভার!

এখন দেখছ একটা দেহ নিযুত পার,
কোটির দিকে ছুটছে প্রায় কি অক্লেশে!!
তোমার ধমক, চমক, চোখ রাঙানি,
খয়রাতি -- আজকে দেখছ বড়ই ক্লিশে।

আজকে রাতে টালির চালে ফাটছে টালি,
নয় ঘটনা ছোট্ট আর, বড় হয়ে পথ ঢাকছে,
নারীর গলার তীব্র স্বর চৌদ্দ তলা উপর উঠে--
ঠাণ্ডা ঘরে পর্দা ঢাকা জানলার ঐ কাচ ভাঙছে।।
                     ----#----
১৫ই আগস্ট,২০২৪
চুঁচুড়া