নবীন পলাশ,
আমার এবারের বসন্ত তোমায় দিলাম,
তোমার বনের পরাগ আর আমার মনের পরাগের সখ্যতা হোক,
এবারের বসন্ত আমার শেষ বসন্ত হোক।
এর পরে শুধু প্রখর চৈত্র, বিক্ষুব্ধ বৈশাখ,
আর মাঘের শীত দখল করে নিক আমার শেষ টুকু!
নবীন পলাশ, তুমি আমার শেষ বসন্ত নাও,
আর ফেরত দিও না।

বসন্তের রং, হাওয়া ভালো না,
বসন্ত এক গভীর অসুখ,
শরীর বা মন, যেখানেই বাসা বাঁধুক --
বসন্তে বনে বনে নেশার হাওয়া ছোটে,
তোমার ডালে, শিমুল ডালে
মোহময় রঙিন ফুল ফোটে।

সে ফুলেতে মন ভোলানো রঙের মেলা,
মাতন দেওয়া পরাগ উড়ে বেড়ায়,
সেই পরাগের নেশায় পরে
আস্ত একটা ব্যস্ত মানুষ
জীবন থেকে সকল কিছু হারায়।

নবীন পলাশ,
এবার থেকে সব বসন্ত তোমার কাছেই থাক,
কাজের মানুষ কর্মে থাকুক --
নয়ত, তোমার আগুন পুড়িয়ে করবে খাক।
               -----#-----
রেলপথে,
০৬/০৩/২০২৫