এক অন্ধকারের দেশে,
এক পাহাড় আছে ভেসে,
যখন পাহাড় চূড়ায় জল--
তখন সারা শরীর চঞ্চল।

চঞ্চল সে শরীর,
তোর বুকেই খোঁজে নীড়,
তোর বাহুপাশে মুখ--
মনে কাঁপন লাগায় সুখ।

সে সুখ সয়না মোর,
তাই সজোরে দিই দোর;
সেই দোর ভঙ্গিস না তুই
আমি ঘরেই পড়ে রই।

তোর রক্তজবার কাছে,
আমার সন্ধ্যাতারা আছে;
ওই যে তারার আলো,
চোখ আলোয় জ্বলে গেলো।

এখন আমার বুকে তীর,
মন-পাখির ভাঙা নীড়,
তীরে রক্ত চুঁইয়ে পড়ে,
ধীরে, সমস্ত রাত ধরে।

রাতের পরে ভোর,
চোখে লাগায় ঘুম-ঘোর,
ঘুমের মধ্যে কালো
এখন মৃত্যু এলেও ভালো।

মৃত্যু আসার আগে,
কান্না লুকিয়ে থাকে বাগে;
প্রবল হাওয়ার তোড়ে--
পাল ছেঁড়ে, পাল ওড়ে।

আমি স্তব্ধ নিশ্চুপ,
চোখে আঁধার নামে ঝুপ;
সেই আঁধারের দেশে
আমি থাকবো অবশেষে।।
        ~~~~~●~~~~~

১১/১২/২০২২