মুক্তি চাইলে
তোমার চেনা ঘরেই বন্দী হবে বলে,
মুক্তি চাইলে
প্রেমহীন এক দাম্পত্যের কোলে।
মুক্তির পরে
নিজের পায়ে নিজে পড়ালে শেকল বেড়ী;
মুক্তি পেলো
ভূমিষ্ট শিশু, ছিঁড়ে গেলো কাঁচা নাড়ি।
মুক্তি নিয়েছো
আকাশ হতে, সাগর কে দূরে ঠেলে,
মুক্ত তুমি
কাচের জারে, অথবা চার দেওয়ালে।
মুক্তি পেয়ে
এখন হয়েছো সমাজে ও ঘরে বন্দী,
মুক্তির পরে
মিলনে-বিরহে, সুখে-শান্তিতে সন্ধি।
মুক্তি নিয়ে
তুমিও মরমে পুড়ে পুড়ে ছাই, জানি,
এমন মুক্তি
তুমি আমি কেউ কখনোই চাইনি।
মুক্তি দিয়ে
আমিও বন্দী, নিজ পাঁজরের খাঁচা মাঝে,
মুক্ত বন্দী
আমি ঘরে ঢুকে পড়ি, উত্তাপহীন সাঁঝে।
মুক্তি তোমার
ব্যালকনিতে, নতুন ড্রয়িং রুমের সোফায়;
আমার মুক্তি
তোমার চোখে, তোমার হাসির দোলায়।
           ----•----
২১/৩/২৪