এমন করেই শেষ হয় সব,
এমনই নিশ্চুপে, অথবা ক'রে কলরব।
এমন করেই ঘোর ছুটে যায়--
এমনই হারায়, সকল হারিয়ে হারায়।
এমন করেই নিদ্রা ভাঙে মাঝে,
চেনা মানুষ হটাৎই অচেনা সাঁঝে।
এমন করেই মন ভেসে যায় দূরে--
এমনই সকল মোহ ফেলে দেয় ছুড়ে;
এমন করেই হটাৎ কবিতা গুলো
ছড়িয়ে পড়ে, যেনো পথের ধুলো।
এমন করেই অনেক ভালোবাসা
শেষ হয়ে যায়, হারিয়ে উত্তমাশা।
এমন করেই কাঠের কুটির খানি
থাকে পাহাড় চূড়ায় চাতক দৃষ্টি হানি।
এমন করেই তরঙ্গে উত্তাল
দুইটি মানুষ, হারিয়ে ফেলে তাল।
এমন করেই গল্প গুলো শেষে
এমনই এক কালো জলে মেশে।
জলের নিচে অন্ধকারের দেশ;
সেথায় মৃত গল্পের থাকেনা অবশেষ।।
----•----
চুঁচুড়া
১৬/১০/২০২৩