আজ ঘরে ফিরে আমি কবিতা লিখিনি কিছু,
আজ কবিতার সাথে হাঁটলাম তার পিছু পিছু;
আমার দক্ষিণের খোলা জানলা দিয়ে দুর পথে
বেরিয়ে গিয়েছিলাম ছিঁড়ে, ছিল যা বাঁধা গতে।
উত্তরের দিক থেকে আসা হিম-বায়ু, হাহাকার--
আর দক্ষিণের নিম্নচাপ, মিলেমিশে একাকার।
গ্রামের পথে, দুপাশের ক্ষেতের হলুদ ধানের
পাকা নন্দিত শীষের আগায় উজ্জ্বল ভোরের
শিশিরের মত কবিতার সামনে হয়েছি প্রকট,
তার সামনে ম্লান হয়ে যায় রাজার রাজ্যপাট,
তুচ্ছ হয়ে যায় জীবনের সব অভিযোগ, না পাওয়া;
ক্লান্তি মুছে দিলো উত্তরের মেঠো পথের হাওয়া,
তার দুচোখের তরঙ্গিত চাহনিতে ক্ষুধা হলো দুর;
কবিতার মত ছন্দময় হাসিতে বাজলো যে সুর
দুপুরের নির্জন পথে, তারই আবেশ আছে ছেয়ে
সমস্ত মন জুড়ে, আমি সেই সুরে গান গেয়ে
ফিরে এসেছি ঘরের পথে, হাঁটছি জীবনের পথ;
ওই সুরে গান গেয়ে কাটাবো জীবন, নিলাম শপথ।
-----•-----
১২/১১/২০২৪
রেলপথে