কবিতার দেশ ঘুরে দাঁড়িয়েছি এসে
গদ্যের হলুদ বা ধূসর বালুকাবেলায়;
কবিতার দেশ--
যেখানে ছত্রে ছত্রে ছন্দ ঝরে পড়ে,
যেখানে আকাশে বাতাসে কথা কয়,
যেখানে আকাশ নীল-লাল মিলে মিশে রাঙা,
যেখানে সূর্য চার কোনা হয়ে রয়;
যেখানে শত শত কবিদের আশা কথা বলে,
যেখানে কবিদের হা-হুতাশ কত কথা কয়;
যেখানে মেঘেতে পরীদের খেলা,
ঢেউয়ে ঢেউয়ে ভেজা বালুবেলা;
যেখানে কবিদের কথা আবছায়া,
যেখানে মেঘ-ছায়া মায়াময়;
যেখানে নারীদের অশরীরী ছবি
ছন্দে ছন্দে হেঁটে চলে যায়;
যেখানে হাজার কবিদের প্রেয়সীরা
হেসে কেঁদে রাত জেগে রয়;
যেখানে সোজা কথা সোজা বলা নেই,
যেখানে অব্যক্ত যন্ত্রনা লেখা হয়;
যেখানে খেয়ালের পাল তোলা খেয়া
মাঝি ছাড়া ভেসে চলে যায়;
কবিতার দেশ--
যেখানে সখীদের সখ্যতা মেখে গায়ে
কবিরা নিজেই কবিতা হয়ে যায়।
কবিতার দেশ--
যেখানে কবিরা ঘুমাবার পরে
তাদের কবিতা জেগে রয়।।
----●----